Wednesday, December 28, 2016

FSTI,CHOTTAGONG, BANGLADSH

Diploma in forestry, Bangladesh!
বিভিন্ন এনজিও N.G.O কিংবা বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ডিপ্লোমা ইন ফরেস্ট্রীর ছাত্র নিয়োগ অথবা ভর্তির ক্ষেত্রে তাদের পঠিত বিষয় সমূহ সম্পর্কে জানতে চান....
তাদের জন্য শুধুমাত্র forest management related বিষয় সমূহের নাম দেয়া হলো.. :
(লেখা: মোঃ তানভীর হাসান #ইমরান, ১৬ তম ব্যাচ)
1. Forest management
2. Agro forestry
3. Social Forestry
4. Forest policy & law
5. Forest extension
6. Forest Accounts & procedure
7. Forest mensuration
8. General Silviculture
9. Forest Utilization
10. Soil conservation & watershed Management.
11. Forest Engineering
12.Forest protection
13. Forest Surveying
14. Nursery Management
15. Wildlife Management
16. Afforestation
17. Soil conservation

বিষয় সমূহ ছাড়াও আরো অন্যান্য বিষয় যেমন ঃ- _Mathematics, _physics, _chemistry, _rural development, _Biology, zoology,_entrepreneurship,_Social Science, _Human resource management
প্রভৃতি গুরুত্বপূর্ন বিষয়ে পাঠদান করা হয়।
বনায়ন, বন্য প্রানী, নার্সারি, বীজ সংরক্ষণ, বিষয়ে হাতে কলমে বিভিন্ন বন বিভাগের ষ্টেশন/ রেঞ্জে নিয়ে গিয়ে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য এ সকল বিষয়ে ৩ বছরে মোট ৬ সেমিস্টারে পাঠদান করা হয় যা বর্তমানে ৪ বছর করা হয়েছে!
সরকারি নির্দেশ মতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রী পাশের পর ভার্সিটি তে ভর্তির ক্ষেত্রে HSC সায়েন্স সমমান হিসাবে সরকারি এবং অন্যান্য ডিপ্লোমা হোল্ডারদের সমমান হিসাবে বে-সরকারি ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে।
ফরেস্ট্রীতে বিএসসি করতে চট্রগ্রাম,সিলেট,এবং খুলনা ইউনিভার্সিটি তে বিএসসি ইন ফরেস্ট্রীতে ভর্তি পরীক্ষার সুযোগ আছে!

ছাত্রেরা যে সকল বিষয়ে অভিজ্ঞ বা উপযোগী :
১. ফরেস্টার / বিট অফিসার পদে (সরকারি)..
২. ফিল্ড অফিসার (বিভিন্ন বন বিষয়ে প্রজেক্ট)..
৩. নার্সারি ম্যানেজমেন্ট (N.G.O)..
৪. রাবার বাগান ম্যানেজমেন্ট (বে-সরকারি)..
৫. চা- বাগান ম্যানেজমেন্ট (বে-সরকারি)..
৬. বেসরকারি ট্রি প্লান্টেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট..
৭. এগ্রো- ফরেস্ট্রী প্রজেক্ট ম্যানেজমেন্ট...
৮. সার্ভেইং এবং মৃত্তিকা পরীক্ষক...
৯. ব্রাক, আশা, প্রশিকা প্রভৃতি N.G.O. তে ফিল্ড অফিসার...
১০. বে-সরকারি উদ্যান ব্যবস্থাপনা..
১২. বিভিন্ন বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রজেক্ট...
১৩. এগ্রো, ফরেস্ট্রী, গবাদিপশু ফার্ম / এন জি ও
প্রভৃতি স্থানে ডিপ্লোমা -ইন - ফরেস্ট্রীর ছাত্রেরা সততার সাথে কাজ করে প্রতিষ্ঠানের মুখ উজ্জল করছে!
কপি রাইট : মো:#আরিফুল_ইসলাম_নাহিদ, ২২ম ব্যাচ
Admin of #FSTI_Chittagong_Bangladsh (online page)
-সবাই শেয়ার করে ডিপ্লোমা ইন ফরেস্ট্রী সম্পর্কে অন্যকে জানাতে সহায়তা করুন!#MD_NAHID

No comments:

Post a Comment