Wednesday, December 28, 2016

জলবায়ু পরির্বতনের কারন

মানুষ তার প্রয়োজনের চেয়ে ভোগ-বিলাসের জন্য বেশি শক্তি ব্যয় করে। ফলে দ্রুত উত্তপ্ত হচ্ছে পরিবেশ, বদলে যাচ্ছে জলবায়ু। আর এভাবে গলে যাচ্ছে উত্তর মেরুর বরফ। জলবায়ু পরিবর্তনের ফলে এই বরফ গলা বাড়তি পানি সমূদ্রতলের উচ্চতা বাড়িয়ে দিলে অনেক দেশের উপকুলভাগই ডুবে যাবে, আমাদেরও।

বছরে একজন মানুষের কতটুকু শক্তি খরচ করা প্রয়োজন? সুইস গবেষকরা বেড় করেছেন, প্রতিটি মানুষ বৎসরে ২০০০ ওয়াট শক্তি খরচ করলেই পরিবেশের কোন ক্ষতি হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন মানুষ বৎসরে গড়ে ১২হাজার ওয়াট শক্তি খরচ করে; যেখানে বাংলাদেশের মানুষ গড়ে মাত্র ৩০০ ওয়াট শক্তি খরচ করে। ভোগ-বিলাসের জন্য ব্যবহৃত এই অতিরিক্ত শক্তিখরচ কমিয়েও জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক (নভেম্বর, ২০১৫)
ছবি: নেদারল্যান্ডের সাভালবার দ্বীপপূঞ্জের নরডাস্টলেনডেট দ্বীপ থেকে আইসক্যাপ গলে যাবার ছবি

No comments:

Post a Comment