Wednesday, December 28, 2016

সুন্দরবন

প্রকৃতির খেয়ালে গড়ে উঠছে আরেকটি সুন্দরবন।বাগেরহাট জেলার চিত্রা নদীর দুকূল ঘেষে প্রাকৃতিক ভাবে আরেকটি সুন্দরবনের রুপ পরিগ্রহ করেছে।গোলপাতা, কেওড়া, ছৈলা, বইন, কাকড়া, সুন্দরি, হারগাজা সহ হরেক রকমের উদ্ভিদ প্রজাতির সমাবেশ এ বনের নিবিড়তাকে করেছে মহিমান্বিত আর জীববৈচিত্রের অন্যতম আবাস। সম্পদ ও সৌন্দর্যের সামগ্রীক সমন্বয়ে এটি এখন ভ্রমন পিপাসুদের আগ্রহের অনুষঙ্গ।বিনোদনের জন্য প্রস্তত করা হলে পর্যটকের ভারে মুখরিত হবে এই বন এবং চাপ কমবে সুন্দবনের উপর। সহজগম্য বিনোদন কেন্দ্র হিসেবে এটি সুন্দরবনের বিকল্প হবে নিসন্দেহে।

No comments:

Post a Comment