Friday, January 27, 2017

Facebook Fan page

আমাদের ফেজবুক ফ্যান পেজ ব্যাবহার করতে  সার্চ দিন    FASI,Chittagong,BANGLADSH

অথবাঃ

এই লিংক ব্যাবহার করুনঃ
https://free.facebook.com/FSTI.page/

Wednesday, December 28, 2016

ভর্তির জন্য যোগাযোগ

ফরেস্টি সাইন্স এন্ড টেকনোলজি ইনিস্টিটিউট,চট্রগ্রাম,বাংলাদেশ।
ভর্তির যে কোন তথ্যের জন্য,এখানে যোগাযোগ করুন।

সুন্দরবন

প্রকৃতির খেয়ালে গড়ে উঠছে আরেকটি সুন্দরবন।বাগেরহাট জেলার চিত্রা নদীর দুকূল ঘেষে প্রাকৃতিক ভাবে আরেকটি সুন্দরবনের রুপ পরিগ্রহ করেছে।গোলপাতা, কেওড়া, ছৈলা, বইন, কাকড়া, সুন্দরি, হারগাজা সহ হরেক রকমের উদ্ভিদ প্রজাতির সমাবেশ এ বনের নিবিড়তাকে করেছে মহিমান্বিত আর জীববৈচিত্রের অন্যতম আবাস। সম্পদ ও সৌন্দর্যের সামগ্রীক সমন্বয়ে এটি এখন ভ্রমন পিপাসুদের আগ্রহের অনুষঙ্গ।বিনোদনের জন্য প্রস্তত করা হলে পর্যটকের ভারে মুখরিত হবে এই বন এবং চাপ কমবে সুন্দবনের উপর। সহজগম্য বিনোদন কেন্দ্র হিসেবে এটি সুন্দরবনের বিকল্প হবে নিসন্দেহে।

ফরেস্ট্রি ছাত্র-ছাত্রী

ডিপ্লোমা ইন ফরেস্ট্রীর সবারই আর্টিকেল টা পড়া উচিৎ!!!>>>>>>>↓
ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রী কোন অংশেই অন্য প্রতিষ্ঠানের চেয়ে কম মেধাবী ছিলো না। পড়ালেখা, গান, গল্প, আড্ডা, নাটক, খেলাধুলা সবতেই চমৎকার পারফরম্যান্স। পরিচালক আবুনাছের মোঃ ইয়াছিন নেওয়াজ সাথে ইন্সট্র্যাক্টর মোঃ দেলোয়ার হোসেন স্যার দেখা গিয়েছিলো একতা কাকে বলে। সবার মধ্যে একতা থাকে থাকে বিদ্রোহ। যার মধ্যে চলে যায় কত বিষণ্ণ বিকেল, গানে, বিদ্রুপে, আড্ডায়।
�#�FSTI�,CHITTAGONG

জলবায়ু পরির্বতনের কারন

মানুষ তার প্রয়োজনের চেয়ে ভোগ-বিলাসের জন্য বেশি শক্তি ব্যয় করে। ফলে দ্রুত উত্তপ্ত হচ্ছে পরিবেশ, বদলে যাচ্ছে জলবায়ু। আর এভাবে গলে যাচ্ছে উত্তর মেরুর বরফ। জলবায়ু পরিবর্তনের ফলে এই বরফ গলা বাড়তি পানি সমূদ্রতলের উচ্চতা বাড়িয়ে দিলে অনেক দেশের উপকুলভাগই ডুবে যাবে, আমাদেরও।

বছরে একজন মানুষের কতটুকু শক্তি খরচ করা প্রয়োজন? সুইস গবেষকরা বেড় করেছেন, প্রতিটি মানুষ বৎসরে ২০০০ ওয়াট শক্তি খরচ করলেই পরিবেশের কোন ক্ষতি হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন মানুষ বৎসরে গড়ে ১২হাজার ওয়াট শক্তি খরচ করে; যেখানে বাংলাদেশের মানুষ গড়ে মাত্র ৩০০ ওয়াট শক্তি খরচ করে। ভোগ-বিলাসের জন্য ব্যবহৃত এই অতিরিক্ত শক্তিখরচ কমিয়েও জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক (নভেম্বর, ২০১৫)
ছবি: নেদারল্যান্ডের সাভালবার দ্বীপপূঞ্জের নরডাস্টলেনডেট দ্বীপ থেকে আইসক্যাপ গলে যাবার ছবি

FSTI,CHITTAGONG, BANGLADESH

Diploma in foresty (govt.),তে পডুন নিজের লাইফ সুন্দর করুন।

সল্প খরচে ৪ বছর মেয়াদি  সরকারি ডিপ্লোমা করতে forestry science and technology institutid,এ পড়তে চলে আসুন চট্রগ্রাম
যে কোন বিভাগ থেকে ৩.০০ এবং সাধারন গনিত আথবা উচ্চতর গনিত থেকে ৩.৫০ (A-),পেয়ে আবেদন করুন diploma in Foresty  তে,
আবেদনের সময়ঃরেজাল্ট বের হওয়ার পর
বিঃদ্রঃদশম শ্রনির পর

আবেদনের নিয়মঃঅদিপ্তরের ওয়েবসাইট (www.btev.govt.bd.com)এর মাধ্যমে আবেদন করুন।

এখানে বিশেষ সুবিধাঃ
১/খেলার মাঠ আছে।
২/মসজিদ আছে।
৩/থাকার জন্য সুব্যবস্থা আছে।
৪/হোটেল রয়েছে।ইত্যাদি

ঠিকানাঃপুর্ব নাসিরাবাদ,রুবীগেট,চট্রগ্রাম

ভর্তির যে কোন তথ্যে জন্য উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন আথবা এই পোস্টে কমেন্ট করুন।

Posted by:ফরেস্টি ২২ম ব্যাচ ছাত্র।

FSTI,CHOTTAGONG, BANGLADSH

Diploma in forestry, Bangladesh!
বিভিন্ন এনজিও N.G.O কিংবা বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ডিপ্লোমা ইন ফরেস্ট্রীর ছাত্র নিয়োগ অথবা ভর্তির ক্ষেত্রে তাদের পঠিত বিষয় সমূহ সম্পর্কে জানতে চান....
তাদের জন্য শুধুমাত্র forest management related বিষয় সমূহের নাম দেয়া হলো.. :
(লেখা: মোঃ তানভীর হাসান #ইমরান, ১৬ তম ব্যাচ)
1. Forest management
2. Agro forestry
3. Social Forestry
4. Forest policy & law
5. Forest extension
6. Forest Accounts & procedure
7. Forest mensuration
8. General Silviculture
9. Forest Utilization
10. Soil conservation & watershed Management.
11. Forest Engineering
12.Forest protection
13. Forest Surveying
14. Nursery Management
15. Wildlife Management
16. Afforestation
17. Soil conservation

বিষয় সমূহ ছাড়াও আরো অন্যান্য বিষয় যেমন ঃ- _Mathematics, _physics, _chemistry, _rural development, _Biology, zoology,_entrepreneurship,_Social Science, _Human resource management
প্রভৃতি গুরুত্বপূর্ন বিষয়ে পাঠদান করা হয়।
বনায়ন, বন্য প্রানী, নার্সারি, বীজ সংরক্ষণ, বিষয়ে হাতে কলমে বিভিন্ন বন বিভাগের ষ্টেশন/ রেঞ্জে নিয়ে গিয়ে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য এ সকল বিষয়ে ৩ বছরে মোট ৬ সেমিস্টারে পাঠদান করা হয় যা বর্তমানে ৪ বছর করা হয়েছে!
সরকারি নির্দেশ মতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রী পাশের পর ভার্সিটি তে ভর্তির ক্ষেত্রে HSC সায়েন্স সমমান হিসাবে সরকারি এবং অন্যান্য ডিপ্লোমা হোল্ডারদের সমমান হিসাবে বে-সরকারি ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে।
ফরেস্ট্রীতে বিএসসি করতে চট্রগ্রাম,সিলেট,এবং খুলনা ইউনিভার্সিটি তে বিএসসি ইন ফরেস্ট্রীতে ভর্তি পরীক্ষার সুযোগ আছে!

ছাত্রেরা যে সকল বিষয়ে অভিজ্ঞ বা উপযোগী :
১. ফরেস্টার / বিট অফিসার পদে (সরকারি)..
২. ফিল্ড অফিসার (বিভিন্ন বন বিষয়ে প্রজেক্ট)..
৩. নার্সারি ম্যানেজমেন্ট (N.G.O)..
৪. রাবার বাগান ম্যানেজমেন্ট (বে-সরকারি)..
৫. চা- বাগান ম্যানেজমেন্ট (বে-সরকারি)..
৬. বেসরকারি ট্রি প্লান্টেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট..
৭. এগ্রো- ফরেস্ট্রী প্রজেক্ট ম্যানেজমেন্ট...
৮. সার্ভেইং এবং মৃত্তিকা পরীক্ষক...
৯. ব্রাক, আশা, প্রশিকা প্রভৃতি N.G.O. তে ফিল্ড অফিসার...
১০. বে-সরকারি উদ্যান ব্যবস্থাপনা..
১২. বিভিন্ন বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রজেক্ট...
১৩. এগ্রো, ফরেস্ট্রী, গবাদিপশু ফার্ম / এন জি ও
প্রভৃতি স্থানে ডিপ্লোমা -ইন - ফরেস্ট্রীর ছাত্রেরা সততার সাথে কাজ করে প্রতিষ্ঠানের মুখ উজ্জল করছে!
কপি রাইট : মো:#আরিফুল_ইসলাম_নাহিদ, ২২ম ব্যাচ
Admin of #FSTI_Chittagong_Bangladsh (online page)
-সবাই শেয়ার করে ডিপ্লোমা ইন ফরেস্ট্রী সম্পর্কে অন্যকে জানাতে সহায়তা করুন!#MD_NAHID